
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামুন ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের খড়িবাড়ি (কলাবাগান) গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মামুন সদর উপজেলার বদেশ্বরী গ্রামের হাসান আলীর ছেলে বলে জানা যায়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মা মনতাজ বেগম মেয়েকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। মেয়েকে আমবাগানে রেখে ঘাস কাটছিল মা । ওই সময় মামুন নামে এক বখাটে ৫ বছর বয়সী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে মামুনকে আটক করে। পুলিশকে খবর দিলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয় লোকজন মামুনকে পুলিশের হতে তুলে দেয়। ধর্ষিতা শিশুমেয়েটিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও রুহিয়া থানা পুলিশ। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, স্থানীয় একজনের ফোন কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় রুহিয়া থানায় শিশুকন্যার বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন (মামলা নং-০৭ )।