রবিবার-১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড় উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রামগড় পৌরসভাধীন ১নং পৌর ওয়াড বল্টুরামটিলাস্থ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ রামগড় আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে ২২ আগস্ট (রবিবার) সকাল ১১টায় রামগড় উপজেলায় বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিট পুলিশিং এর সহযোগীতায় রামগড় থানার উদ্যোগে “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানককে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রামগড় থানার এস আই মোঃ মুজিবুর রহমান এর সঞ্চালনায় রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে ১নং বিট সভায় প্রধান অতিথি থেকে দিক নির্দেশনা প্রদান করেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী- পিপিএম সেবা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত রাজিব চন্দ্র কর, ১নং পৌর ওয়াড কাউন্সিলর দেলোয়ার হোসেন, স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরা, ১নং পৌর ওয়াড আ’লীগ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ।

এসময় রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী- পিপিএম সেবা বলেন, স্বাস্থ্যবিধি মানা- ধর্ষণ ও নারী নির্যাতন রোধ কল্পে শুধু পুলিশের একার পক্ষে কখনোই সম্ভব নয়,তাই ধর্ষণ প্রতিরোধ করতে সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যেকোন স্থানে ধর্ষণ, শিশু-নারী নির্যাতন ও ইভটিজিংসহ সকল প্রকার অনিয়ম দেখলেই দ্রুত পুলিশ কে জানানোর জন্য পরামর্শ দেন এবং পুলিশ কে সকল প্রকার সহযোগীতা প্রদান করার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন বিট পুলিশ ফাঁড়িতে সপ্তাহে একদিন করে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকে বিট এলাকার জনমানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। এতে আরো উপস্থিত ছিলেন ১,২,৩ নং পৌরওয়াডের গন্যমান্যব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype