সোমবার-১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

করোনা পজিটিভ শনাক্ত হয়ে বগুড়ায় গত দুই দিনে ১৯ জনের মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় গত দুই দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০৭ নমুনায় পরীক্ষায় আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ শনাক্ত হয়ে ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩ জন। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার ৪ জন।

বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৯১৪ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৬০ জন। বগুড়া জেলায় শনিবার পর্যন্ত ৪৪০ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ছুটির দিনে শুক্রবার প্রদানকৃত তথ্যে বলা হয়, করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অপর ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার বসিন্দা ৩ জন।

এছাড়া নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype