করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় গত দুই দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০৭ নমুনায় পরীক্ষায় আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ শনাক্ত হয়ে ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩ জন। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার ৪ জন।
বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৯১৪ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৬০ জন। বগুড়া জেলায় শনিবার পর্যন্ত ৪৪০ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ছুটির দিনে শুক্রবার প্রদানকৃত তথ্যে বলা হয়, করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অপর ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার বসিন্দা ৩ জন।
এছাড়া নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.