জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে মানিকছড়ি আ.লীগ ও অঙ্গসংগঠন বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করেছে। ১৫ আগস্ট সকালে আ.লীগ দলীয় অফিসে কোরআন খতম,জাতীয়,দলীয় ও কলো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও তাবারোক বিতরণ।
উক্ত কর্মসূচীতে সভাপতি মো. জয়নাল আবেদীন,সহ-সভাপতি মো. শফিকুর রহমান ফারুক, মো. শহীদুল ইসলাম মোহন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. জামাল হোসেনসহ দলের সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন আওয়ামী ওলামালীগ সাধারণ সম্পাদক মাও. আহমাদুল হক। পরে উপজেলা প্রশাসনের সাথে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন দলীয় সভাপতি, সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।