
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান শেখ মুজিব। এই বাংলায় যেসব মহান পুরুষ জন্ম নিয়েছেন তাদের মধ্যে শেখ মুজিবুর রহমান অগ্রগণ্য। তিনি বাংলাদেশের জাতির পিতা। তাঁর দূরদর্শী চিন্তা ও সঠিক নেতৃত্বে একটি পরাধীন জাতি পায় স্বাধীনতার স্বাদ। বহু বছরের শোষণ-দুঃশাসনের অবসান ঘটিয়ে তিনি তার শ্রম মেধা মননে গড়ে তোলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বিরল নেতা। শেখ মুজিব প্রজাপ্রেমী ও দূরদৃষ্টিসম্পন্ন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। যে মানুষটি বাঙালিকে অবিশ্বাস করেননি, শত্রু ভাবেননি, সেই মানবতাবাদী মানুষটিকেই কতিপয় স্বার্থপর-ঘাতক বাঙালি সপরিবারে হত্যা করল- যা শুধু বাঙালির ইতিহাসেই নয়, পৃথিবীর ইতিহাসেও একটি কলঙ্কজনক ঘটনা বলে বিবেচিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড শুধু একটি হত্যাকাণ্ডই নয়, একটি স্বাধীন, অসাম্প্রদায়িক জাতিকে পরাধীন ও সাম্প্রদায়িক করার পাশবিক চক্রান্তও বটে।
আজ এই শোকবহ দিনে বঙ্গবন্ধু মুজিব সহ পরিবারে যারা সেদিন শহীদ হয়েছিলো তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।
লেখক- প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, প্রকাশক ও সম্পাদক, ইতিহাস৭১ টিভি.কম ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট , চট্টগ্রাম জেলা ।