সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আমি এরকম মানবিক ছাত্রলীগ দেখতে চাই, অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে তরুন আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী

রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সরবরাহ ও করোনা সুরক্ষা বুথ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ১৪ আগস্ট) বিকালে সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ আ.লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, আ.লীগ নেতা আব্দুল লতিফ, তছলিম উদ্দীন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মো: নাছের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন ,রফিকুল ইসলাম তুষার, সাইফুল ইসলাম, কাজি মাসুদ রানা, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগ নেতা নুরুল আজম, জিয়াউদ্দিন, বেলাল হোসেন সিফাত, আরশাফ চৌধুরী, আকাশ বড়ুয়া, নাহিদ চৌধুরী, আরমান হোসেন রাহুল, সাফাত জামিল, আরিফুল হক মুন্না, আরমান শান্ত, সুদীপ্ত দাশ অন্তু, এস এম আকরাম, হিমেল, লিপন দাশ, বিটু বড়ুয়া, রায়হানুল ইসলাম, বাদশা আলম জুয়েল, মো সুমন আনোয়ার, রবিউল হোসেন, ইমন, প্রিতম দাশ, সৈকত দে, আহম্মেদ বাপ্পাসহ আরও অনেকে। এরপর ফারাজ করিম চৌধুরী কলেজ জামে মসজিদে জাতীয় শোক দিবসের মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা বোরহান কাদের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype