বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দুঃস্থদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ আগস্ট সকাল ১১টায় আর কে ডেন্টাল কেয়ারে জাতীয় শোক দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও গরীব-দুঃস্থদের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কো-চেয়ারম্যান শিক্ষিকা নীলা বোস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়য়া। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়’৭১ এর সভাপতি সজল কান্তি চৌধুরী, শাহিদা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়’৭১ এর সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন মহাসচিব লায়ন ডা: আর.কে রুবেল। ডা: অপূর্ব ধরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ.কে খান তাহের, উত্তম কুমার দে, হাসান মুরাদ, টকি দাশ প্রমুখ।

প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়য়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দুর্ভাগ্য বাঙালি জাতির। যাঁর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, উন্নত বাংলাদেশ যাঁর স্বপ্ন ছিল, তাঁকে আমরা হারিয়ে বিশ্বনিন্দিত হয়েছি। শত বছরে, শত সংগ্রামে এই রকম নেতার আর্বিভাব বিশ্বে বিরল। অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে দেশ স্বাধীন হলেও আমরা আজো অর্থনৈতিক মুক্তির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তাঁরই সুযোগ্য কন্য দেশরত্ন শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। আমরা তাঁরই নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়নের দিকে এগোচ্ছি। আজ জাতির নেতাকে হারিয়ে সেই দিনকে স্মরণ করে দুঃস্থ, অসহায়, দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ একটি মানবিক কল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আনন্দবোধ করছি। মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক কল্যাণকামী মানুষের দায়িত্ব ও কর্তব্য। সবাইকে মানুষের দুঃসময়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype