শনিবার-১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সাকিব টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে

আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষে বুধবার র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ২৮৬ আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর পয়েন্ট ২৮৫।

বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট নিয়ে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০।

বোলিং র‍্যাংকিংয়ে অনেক বেশি উন্নতি করেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ২০ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে গেছেন তিনি। ৩০তম থেকে ‘ফিজ’ উঠে এসেছেন দশম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৯।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype