
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁ২৩ হাজার ৩৯৮ জনে।
দেশে গত ২৪ ঘড়াল ণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, দেশে ৭০৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮টি নমুনা সংগ্রহ এবং ৪৪ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।