
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর সভা, মুক্তিযোদ্ধা, পুলিশ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সকাল ১০টায় নিজস্ব আয়োজনে স্বস্ব দপ্তরে ও কার্যালয়ে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
এ সময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, ইউএনও মু.মাহমুদ উল্লাহ মারুফ, সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, অফিসার ইনচার্জ সামসুজ্জামান, ওসি(তদন্ত) রাজীব চন্দ্র কর, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সংরক্ষিত মহিলা সদস্যা কণিকা বড়ুয়া, উপজেলা আ’লীগ সভাপতি মোস্তফা হোনেস, সাধারণ সম্পাদক কাজী আলমগীর, পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল-সাধারন সঃ আবদুল কাদের, বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন