সোমবার-১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

রাউজানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিদের সাথে মতবিনিময় সভা করলেন ফজলে করিম চৌধুরী এম পি

লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১২ জুন শুক্রবার উপজেলা হল রোমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের সাথে মত বিনিময় করেছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম পি।উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, করোনাভাইরাসে দেশে ভয়াবহ আকার ধারন করবে বলে জানান। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের কে বাঁচতে হবে, অন্যান্যদের বাঁচাতে হবে।এবং আমাদের কে নিয়মিত মাক্স পড়ে বের হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি বলেন, রাউজানে আমরা করোনাভাইরাস মোকাবেলায় মানুষের সুরক্ষায় মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছি। আমরা আরো দশ হাজার মাক্স বিতরণ কররো। তিনি প্রাথমিক বিদ্যালয়ে সরকারী বরাদ্দ সুষ্ঠু ভাবে উন্নয়ন কাজে ব্যয় করার আহবান জানিয়ে বলেন, প্রতিটি বিদ্যালয় হবে আধুনিক ও মানসম্পন্ন। সব স্কুলে বঙ্গবন্ধু কর্ণারের কাজ দ্রুত শেষ করতে হবে। তিনি আন্তরিকতার সাথে শিশু শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক শিক্ষিকাদের আহবান জানান।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মাদ,পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ,সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল,জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, চেয়ারম্যান দিদারুল আলম, শফিকুল ইসলাম, আবদুর রহমান, বিএম জসিম উদ্দিন হিরু,নুরুল আবছার বাঁশি সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype