
মোঃ অলি উল্লাহ রহমানী
বোরোর পর করোনা দুর্যোগের মধ্যেও চট্টগ্রামের ফটিকছড়িতে মৌসুমের শুরুতেই আমন ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা। মৌসুমের শুরুতে বৃষ্টি না হলেও আষাঢ়ের শুরুতে ও তারও কিছুদিন আগে থেকে হালকা ও মাঝারি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে।
আমন ধান রোপণ মৌসুমের শুরুতে বৃষ্টি কম হওয়ায় কৃষকরা জমিতে সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিয়ে জমি রোপণের কাজ শুরু করেছিলেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে পর্যাপ্ত ধান ঘরে তোলার স্বপ্ন দেখছে কৃষক। কৃষি কর্মকর্তা বলছেন, ইতোমধ্যে উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমির ধান রোপণ শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউ জমিতে হাল চাষ করছেন, কেউবা জমির আইল কাটছেন, আবার কেউ বিছন তুলে ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। কৃষকরা বলছেন, প্রতি বছর মৌসুমের শুরুতে যে বৃষ্টি হয় সে পরিমাণ এ বছর হয়নি।
তাও অনেকেই জমিতে সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিয়ে ধান রোপণের কাজ শুরু করেছিলেন। তবে শেষে এসে হালকা ও মাঝারি বৃষ্টিতে স্বস্তি এসেছে কৃষকদের মাঝে। পর্যাপ্ত ধান ঘরে তোলার ও স্বপ্ন দেখছে কৃষক। এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ জানান, ‘মৌসুমের শুরুতে উপজেলায় ৮০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।’ চলতি মৌসুমে ২১,৯৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ব্রি-৪৯, ব্রি-৯৫ সহ বেশ কয়েকটি জাতের ধান রোপণ করা হচ্ছে। এছাড়া মাঠে গিয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করেছে কৃষি অফিস।