শনিবার-১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জনগণের জন্য ভ্যাকসিন নিশ্চিত করবে সরকার- প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘যত টাকা লাগুক জনগণের জন্য ভ্যাকসিন নিশ্চিত করবে সরকার। সবাইকে ভ্যাকসিন দেব। ইতোমধ্যে অনেক কিনেছি। যত টাকা লাগে আরও কিনব। ভবিষ্যতে আমরা দেশেই ভ্যাকসিন তৈরি করব। ইতোমধ্যে সম্মুখসারির যোদ্ধাদের পরিবার ও তাদের বাড়ির লোকজনকেও দিতে বলেছি।’

‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন এবং ‘জনপ্রশাসন পদক ২০২০ ও ২০২১’ প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার এসব কথা বলেন তিনি। গত ২৩ জুলাই ছিল পাবলিক সার্ভিস দিবস। সেদিন এই অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও করোনার কারণে তা আজ হলো। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘সরকার মানে জনগণের সেবক। সরকারি কর্মকর্তাদের যদি সঠিক দিকনির্দেশনা দেওয়া যায়, কর্মপরিকল্পনা দেওয়া যায়, তারা যে অসাধ্য সাধন করতে পারে সেটাই আজকে প্রমাণিত। তাদের মধ্যে যদি আত্মবিশ্বাস তৈরি করে দেওয়া যায়, তাহলেই সব কাজ সঠিকভাবে করা সম্ভব। যাদের মাধ্যমে আমরা কাজ করব, তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার কাজটিও আমরা করেছি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype