
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতাঃ
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের সরঞ্জাম বিতরণ করে যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা ইউনিট। ১৯ জুলাই (সোমবার) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন এর নিকট প্রধান অতিথি থেকে সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। রামগড় উপজেলা ইউনিটের যুব প্রধান আবছার হোসেন এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আজীবন সদস্য মোঃ নিজাম উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চ উপদেষ্টা ও সাবেক যুব প্রধান করিম শাহ সহ স্থানীয় সাংবাদিক, উপজেলা ইউনিট সদস্যরা। সুরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে, ৯শ সার্জিক্যাল মাস্ক, ৩ ড্রাম ক্লোরিন সলিউশন, ১শ পিছ ফেইস স্লাইড, এপ্রোন, ডাস্টার ক্লথ, রাবার গ্লাভস, বালতি, পিপিই, মোপ সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিআরসি এর সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইপিসি কার্যক্রমটি বাস্তবায়ন করছে জানিয়ে যুব রেড ক্রিসেন্ট রামগড় ইউনিটের যুব প্রধান আবছার হোসেন জানান, আইপিসি ফেইস টু প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালকে আরও বেশি জীবাণু মুক্ত রাখার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে হাসপাতালে জীবাণু মুক্ত করণের সরঞ্জাম সহ পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।
