
অনলাইন ডেস্ক
বাংলাদেশে আরও ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্স সুবিধার আওতায় আগামী এক সপ্তাহের মধ্যে এই টিকা দেশে এসে পৌঁছাবে।
আগামী সোমবার (১৯ জুলাই) মডার্নার এই ৩৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে। খবর রয়টার্স।
এছাড়াও যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় গতকাল শুক্রবার ইউক্রেনে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে। কোভ্যাক্স সুবিধায় কিংবা সরাসরি বিশ্বের অন্যান্য দেশকে টিকা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি হিসেবে এই ডোজগুলো পাচ্ছে বাংলাদেশ।