
নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিকেও উপেক্ষা করে চট্টগ্রাম এর সর্বস্তরের মানুষ সিআরবি চত্বরে আজও প্রতিবাদ ও মানববন্ধন করেছে রেখেছে একটাই দাবী হাসপাতাল চাইনা এই চত্বরে শতবর্ষী বৃক্ষরাজিরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের ওভাবেই থাকতে দিন ।
সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে হাসপাতাল নয়, হাসপাতাল করার জন্য চট্টগ্রামে অনেক জায়গা আছে বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহন করা বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা ।

চট্টগ্রামের উন্নয়ন সবাই চায় কিন্ত প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কেউ উন্নয়ন চায় না। এটার জন্য চট্টগ্রামের মানুষ অনেক কষ্ট পাচ্ছে। সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে হাসপাতাল নয়।
চট্টগ্রাম এর সর্বস্তরের সংস্কৃতিসেবীদের পাশাপাশি বিভিন্ন মানবতাবাদী ও পরিবেশবাদী সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ সংহতি জানিয়ে সিআরবিকে বাঁচাতে এগিয়ে এলেন।
মানববন্ধন জুড়ে প্রতিবাদী কথামালার সাথে ছিল আবৃত্তি -নৃত্য ও সংগীত শিল্পীদের দ্রোহ পরিবেশনা।
সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াড, চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশন, বিজয়’৭১ , শতায়ু অঙ্গন , লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন , স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ বিভিন্ন সংগঠনের ঘোষণা সিআরবি এলাকায় হাসপাতাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু , দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক কামাল পারভেজ বিজয় ৭১ এর সভাপতি সজল চৌধুরী,চ্যানেল আইয়ের চট্টগ্রামের প্রধান চৌধুরী ফরিদ , ইতিহাস৭১ টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,লায়ন আর কে রুবেল সহ সর্বস্তরের জনগন ।