
অনলাইন ডেস্ক
নানা পর্যবেক্ষণ-পর্যালোচনা শেষে এবারের ইউরোর সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। তবে অবাক করা ব্যাপার, টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা মেলেনি সেরা একাদশে।
এবারের আসরে রাউন্ড অব সিক্সটিন থেকেই বাদ পড়ে রোনালদোর দল পর্তুগাল। মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পান সিআরসেভেন। এরমধ্যেই তিনি করেন ৫টি গোল। সঙ্গে ছিলো ১টি অ্যাসিস্টও। ফলে তাকেই সেরা গোলদাতা হিসেবে বেছে নেয় আয়োজকরা।
তবে রোনালদোর ৫টি গোলের ৩টিই এসেছিলো পেনাল্টি থেকে। ফলে প্রতিপক্ষের গোলবারের সামনে তাকে ততোটা ভয়ংকর মনে করেননি নির্বাচকরা। তারচেয়ে এগিয়ে রাখা হয়েছে আসরে ৪ গোল করা বেলজিয়ান তারকা রোমেলো লুকাকুকে।
ইউরোর সেরা একাদশ
জিয়ানলুইজি ডোনারুমা (ইতালি)
কাইল ওয়াকার (ইংল্যান্ড)
লিওনার্দো বোনুচ্চি (ইতালি)
হ্যারি ম্যাগুইয়ার (ইংল্যান্ড)
লিওনার্দো স্পিনাজ্জোলা (ইতালি)
পিয়েরে হোজবার্গ (ডেনমার্ক)
জর্জিনহো (ইতালি)
পেদ্রি (স্পেন)
ফেডেরিকো কিয়েসা (ইতালি)
রোমেলো লুকাকু (বেলজিয়াম)
রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)