
নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ ৭০০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার নবাগত নির্বাহী অফিসার জনাব মোঃ শাহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনজুর হোসেন চৌধুরী মাসুদ, হাটহাজারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাবা সাকিলা খাতুন ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব আবদুল কাদের ইতিহাস৭১ টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল হক সুমন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও মোঃ শাহ আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আইয়ুব, ফতেপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার যথাক্রমে- মোঃ শাহাজাহান মোর্শেদ, আবু তালেব, সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন সেলিম, মোঃ আলমগীর হোসেন, মোঃ সোহেল, মোঃ মহিন উদ্দীন, আব্দুল হামিদ, মোঃ মাসুদ রানা, মহিলা মেম্বার রুবি আকতার ও মোঃ শরিফ হোসেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহিদুল আলমকে চেয়ারম্যান এডভোকেট শামীম ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।