রাঙ্গুনিয়ায় মামা’র ধারালো ছুরির আঘাতে ভাগ্নে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ
রিপোর্টঃ-মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড রানীর হাট সিরাজ মাস্টারের কলনীতে দূর সম্পর্কীয় মামা’র ধারালো ছুরির আঘাতে ভাগ্নে খুনের ঘটনা ঘটেছে।
২৯শে জুন সোমবার বিকাল ৪টার দিকে মামার কাছে আসলে কথা কাটাকাটি নিয়ে একপর্যায়ে মামা মুহাম্মদ ইউনুস(৩২) ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করলে ভাগ্নে মুহাম্মদ রনি(২১)গুরুতর জখম হয়।
স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক পালিয়ে যায় গুরুতর অবস্থায় রনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনি রাজানগর ৫নং ওয়ার্ড নতুন পাড়ার মুহাম্মদ মাহাবুবুর রহমান(৫০) ছেলে, সে বড় ভাই মুহাম্মদ রুবেল(২৬) মোটরবাইক মেরামতের দোকানে কাজ করতো আর ঘাতক মামা তার বাড়ির পাশে একটি বাসা ভাড়া নিয়ে ২বছর ধরে ট্রাকের লেবারের কাজ করতেন এবং নিহত রনি’র সম্পর্কে ছিল মামার শালা।
জানা যায়, ঘাতক মামা মুহাম্মদ ইউনুস চন্দ্রঘোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কালুর ঘোট্ট’র মুহাম্মদ আলী(৬৫)’র ছেলে।
নিহত রনির ফুফাতো ভাই মুহাম্মদ শফিউল আলম (২১)বলেন, মামা বাসাতে না থাকলে রনি দরজা খুলে বাসায় ঢুকতো এটা মামা পছন্দ করতোনা এইনিয়ে তাদের মাঝে মনোমালিন্য হয়, আজ রনি ৪টার দিকে মামার বাসাতে যায়, হঠাৎ চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি মামা ইউনুস ধারালো ছুরি দিয়ে আঘাত করে আমি আটকানোর চেষ্টা করলে আমার আঙ্গুল কেটে যায়, সেই আঘাত করে পালিয়ে গেলে রনির প্রচুর রক্তক্ষরণ হয়, আমরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে এস আই জয়নাল আবেদীন বলেন, রানীর হাট পুলিশ ফাঁড়ির আইসি মুহাম্মদ শাহাবুদ্দিন ঘটনাটি অবগত করলে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত রনিকে থানায় নিয়ে যায়।
পরে জানা যায় সোমবার রাত ১১টার দিকে আঘাত মুহাম্মদ ইউনুস থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনের কথা স্বীকার করেন।