সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ’র অফিসার্স পর্যায়ে পতাকা বৈঠক

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা
খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩ ব্যাটালিয়ন এর আয়োজনে রামগড়ের মহামুনি এলাকায় বাংলাদেশ – ভারত মৈত্রী সেতু-১ এর উপর ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর সাথে দুই দেশের সীমান্ত বাহিনীর শীর্ষ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, গত  ২২ জুন (মঙ্গলবার ) বেলা ১২টার সময় বিজিবি’র আহবানে বিজিবি-বিএসএফ নোডাল অফিসার্স পর্যায়ে ডকুমেন্টস হ্যান্ডওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় বিজিবি’র পক্ষে নেতৃতত্ব দেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম এর অপারেশন ডাইরেক্টর লে. কর্ণেল আসাদুজ্জামান , রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাযহার সহ বিজিবি’র আরো ১৩জন পদস্থ কর্মকর্তা অপরদিকে- বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এর নোডাল অফিসার শ্রী অরুন কুমার বর্মন সাথে বিএসএফ এর আরো ১১ জন কর্মকর্তা ডকুমেন্ট হস্তান্তর বৈঠকে অংশ নেন। রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার লে. কর্ণেল আনোয়ারুল মাজহার জানান, বিজিবি- বিএসএফ শীর্ষ পর্যায়ে সম্প্রতি চট্টগ্রামে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকের ডকুমেন্ট অফিসার্স পর্যায়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype