
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে পঁচিশ লাখ টিকা। আগামী ২ জুলাই (শুক্রবার) ও ৩ জুলাই (শনিবার ) দেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বুধবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তিনি এই কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা আসছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে।