শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

লোহাগাড়া প্রতিনিধি  

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড়া থানা পুলিশের একটি টিম উপজেলা গেইটের সামনে আরকান সড়কে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

২৮ এপ্রিল ২০২১ইং (বুধবার) রাত্রে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযানটি পরিচালনা করেন। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার বদনখালী, মগনামা পাড়া এলাকার গিয়াস উদ্দিনের পুত্র ফয়সাল(২৮) ও আসমত সরদারের পুত্র লাম সরদার(৩০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, আমরা গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাড়িটি তল্লাশি করি এবং দুজনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করি। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ২৯এপ্রিল সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype