সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অগ্রিম আয়কর বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম জেলা ট্রাক,কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রাম জেলা ট্রাক,কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উদ্যেগে গাড়ীর উপর অগ্রিম আয়কর বৃদ্ধির প্রতিরাদে
অদ্য ২৮ জুন ২০২১ (সোমবার এক আলোচনা সভা সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইউছুপ সারোয়ারের সভাপতিত্বে ও কে,এম, সহিউদ্দিনের সঞ্চালনায় সংগঠনের প্রধান কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনেরসভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান, বর্ধিত আয়কর বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন। এতে সহসভাপতি নিজাম উদ্দীন,অর্থ সম্পাদক মোঃ হোসেন তালুকদার,
সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক মোঃ আবদুচ সালাম,ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মোঃ ইমদাদুল হক ও কাযকরী সদস্য মোঃ শাহজাহান প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে জনাব মান্নান বলেন, বর্তমান করোনা মহামারীর এই দুঃসময়ে গাড়ির মালিকদের উপর অগ্রীম আয়কর বৃদ্ধির বোঝা চাপিয়ে দেয়া হয়েছে যা অন্যায় ও অযৌক্তিক আমরা এর তীব্র প্রতিবাদ জানাই । তিনি অবিলম্বে অগ্রীম আয়কর বৃদ্ধি প্রত্যাহার ও চালকদের ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন ফি মওকুফ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানান ।
বক্তারা এই লকডাউনে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের নির্দেশনা মেনে চলতে শ্রমিক ও জনসাধারনকে আহবান জানান এবং আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত্য জরিমানা ছাড়া ডকুমেন্ট হালনাগাত বর্ধিত করায় সংগঠনের পক্ষ হতে সরকারকে ধন্যবাদ জানান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype