শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আবুরখীল কেন্দ্রীয় বিহার পরিচালনা কমিটি গঠিত রানা সভাপতি,বরণ সম্পাদক

রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে নবগঠিত বিহার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । এতে দানপতি অভয় কুমার বড়ুয়া রানাকে সভাপতি ও সংগঠক বরণ বড়ুয়াকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ একটি কার্যকরী কমিটি গঠন করা হয় ।

২০২১- জুলাই ২৪ জুন(৩ বছরের জন্য) এ কমিটি গঠন করা হয়। বিগত কমিটির মেয়াদ পরিসমাপ্তি হওয়ার দরুন বর্তমান কমিঠিতে নবীন – প্রবীন সমন্বিত নেতৃত্বের মধ্য দিয়ে এ কমিটি গঠন হয়। এবার এ কমিটিতে যাঁরা বিভিন্ন পদে পদায়ন হয়েছেন তাঁদের মধ্যেঃ- ১, সন্মানিত সভাপতি – অভয় কুমার বড়ুয়া রানা ২,সহ-সভাপতি- বাবু তেমিয় কুমার মুতসুদ্দী ৩. সহ-সভাপতি- বাবু অমলেন্দু বড়ুয়া, ৪.সাধারন সম্পাদক- বাবু বরণ বড়ুয়া, ৫. যুগ্ন সম্পাদক- শমন সদয় বড়ুয়া ডালু ৬. যুগ্ন সম্পাদক -বাবু প্রদীপ বড়ুয়া, ৭,অর্থ সম্পাদক- দিলিপ বড়ুয়া, ৮. সহ অর্থ সম্পাদক – আশিষ বড়ুয়া, ৯.সাংগঠনিক সম্পাদক- বাবু স্বপন বড়ুয়া, ১০,ধর্মীয় সম্পাদক- বাবু অরুণ বড়ুয়া, ১১. সাংস্কৃতিক সম্পাদক – সজীব বড়ুয়া ছোটন ১২. দপ্তর সম্পাদক বাবু সনজিব বড়ুয়া, ১৩,প্রচার ও প্রকাশনা সম্পাদক-বাবু শিহ্মক রুপম বড়ুয়া, ১৪.সহ প্রচার সম্পাদক বাবু রিন্টু বড়ুয়া, ১৫. উশুল কারক-১- টিশু বড়ুয়া ১৬. উশুল কারক-২- খোকন বড়ুয়া ১৭, সন্মানিত সদস্য বাবু বিদ্যুৎ বড়ুয়া, ১৮. সম্মানিত সদস্য- বাবু স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান ১৯,সন্মানিত সদস্য বাবু মিলন বড়ুয়া ২০, সন্মানিত সদস্য বাবু সুজিত বড়ুয়া ২১,সম্মানিত সদস্য বাবু পরাগ বড়ুয়া আবুরখীল কেন্দ্রীয় বিহারের উপাসক উপাসিকা ও দায়ক দায়িকাদের সমন্বয়ে নব গঠিত বিহার উন্নয়ন পরিচালনা পরিষদকে অভিনন্দন।

কমিটির একটি ০৯ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিটিও গঠন করা হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype