

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা (চতুর্থ পর্ব) প্রকাশ করেছে। এতে আট বিভাগের ৫৫ উপজেলার দুই হাজার ৯ ‘শ ৭৩ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।
২৪ জুন (বৃহস্পতিবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bd পাওয়া যাবে।
প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯ ‘শ ৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১ ‘শ ৭৭ জন, বরিশাল বিভাগের ১ ‘শ ৬৭ জন, খুলনা বিভাগের ৫ ‘শ ৬২ জন,
ময়মনসিংহ বিভাগের ২ ‘শ ২ জন, রাজশাহী বিভাগের ৭ ‘শ ৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫ ‘শ ৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯ ‘শ ৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১ ‘শ ১৬ জন মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।