সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হযরতুলহাজ্ব শাহ ছুফী ক্বারী মাওলানা ছৈয়দুল হক (রহ.)’র বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

হযরতুলহাজ্ব শাহ ছুফী ক্বারী মাওলানা ছৈয়দুল হক (রহ.)’র মাজার শরীফ।ফাইল ছবি।

এস এম নুরুল আলম খোকন : ওস্তাদুল ওলামা আশেকে রাসূল (দ.) পীরে কামেল হযরতুলহাজ্ব শাহ ছুফী ক্বারী মাওলানা ছৈয়দুল হক (রহ. )এর ২৯ তম চন্দ্র বার্ষিকী ফাতেহা শরীফ ২৪ জুন (বৃহস্পতিবার) পশ্চিম গুজরা মগদাইস্থ মাজার শরীফে অনুষ্ঠিত হয়।

তিন পর্বে অনুষ্ঠিত ফাতেহা শরীফের প্রথম পর্বে সকালে মাজারে খতমে কুরআন, খতমে গাউসিয়া ও খতমে মন্জুমায়ে সালাওয়াতে রসূল সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে নাতে রসূল(দ.) পরিবেশিত হয়। এতে নাতে রসূল(দ.) পরিবেশন করেন যথাক্রমে ছুফি সাহেব হুজুরের নাতি শায়ের মো. আয়াজ হাসান, শায়ের সৈয়দ আলীফ আজহার রাহাত, শায়ের মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী। প্রধানবক্তা ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব।

এবং তৃতীয় পর্বে ছুফি সাহেব হুজুরের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী। প্রধানবক্তা ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক শহীদুল আমিন মুরাদ।

এতে উপস্থিত ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ, প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক মেম্বার, ইসমাই মেম্বার, রাসেদ মেম্বার, মো. মুবিনুল হক, মো. হারুন, মো. সেলিম, সাংবাদিক নেজাম উদ্দীন রানা, সাংবাদিক এস এম নুরুল আলম খোকন, মো. হারুন অর রশিদ, মো. ইয়াকুব আলী সওদাগর ও আবদুর রহিম সহ অত্র এলাকার বাসিন্দারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype