

নিজস্ব প্রতিবেদক : বারো আউলিয়ার পূণ্য ভূমি হিসেবে খ্যাত চট্টগ্রাম জেলার ফটিকছড়ির থানার অর্ন্তগত
মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মি শরাফতের প্রতিষ্ঠাতা ও অন্যতম প্রবর্তক অলীকুলের শিরোমনী
আওলাদের রসূল (দ.) গাউছুল আযম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর দৌহিত্র ও মাওলানা শাহ সৈয়দ মাহবুবুল বশর মাইজভান্ডারী দ্বিতীয় পুত্র ও শাহেবজাদা সৈয়দ গোলাম রসূল মাইজভান্ডারীর পিতা
মাওলানা সৈয়দ সমসুদ্দোহা মাইজভান্ডারী গত ২১ জুন (সোমবার) রাত ১টায় বার্ধক্য জনিত কারণে ফটিকছড়ির মাইজভান্ডার দরবারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না … রাজেউন)।
আজ ২৪ জুন (বৃহস্পতিবার) বাদে আছর মরহুমের নামাজে জানাযা মাইজভান্ডার দরবার শরীফের শাহী দরবারের মাঠে অনুষ্ঠিত হওয়ার পর দরবার শরীফে তাঁর পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
উক্ত জানাযায় শরীক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে উভয় জাহানের কামিয়াবী হাসিলের জন্য রহমান মঞ্জিলের মাইজভান্ডার তরিকার আশেকগণ আশা করেন।
উল্লেখ্য মরহুমের একমাত্র পুত্র শাহেবজাদা সৈয়দ গোলাম রসূল মাইজভান্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় সকাল ৭টা থেকে আগত উপস্থিত সকল মেহমান, অতিথি ও মাইজভান্ডার তরিকার ভক্তানুরাগীসহ সকলের জন্য জিয়াফতের আয়োজন করা হয়েছে।