
অনলাইন ডেস্ক
পর্তুগালকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে জার্মানি। শনিবার জার্মানির অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরুতে রোনালদোর গোলে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়নরাই। এরপর চার মিনিটের ঝড়ে দুটি আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন কাই হাভার্টজ ও রবিন গোসেন। পরে পর্তুগালের হয়ে দিয়েগো জোতা ব্যবধান কমালেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত হারতে হয় ৪ গোল খেয়ে।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ম্যাচের শেষ দিকে ব্যবধান কমাতে ভালো চাপ সৃষ্টি করে পর্তুগাল। কিন্তু গোলের দেখা মিলেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালকে।
দুই ম্যাচে এক জয় ও এক হারে দ্বিতীয় স্থানে উঠে এলো জার্মানি। একই পরিণতির পর্তুগাল তিনে রয়েছে।