
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানগর ইউনিয়ানে ৩ সন্তানের জননী ঈদুর মারা গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ১৭ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টার সময়। জানা যায়, রুহিয়া থানার আখানগর ইউনিয়নের ডিলার পাড়া গ্রামের আমিরুলের স্ত্রী ৩ সন্তানের জননী জুলেখা বেগম (৩২) নিজ শোবার ঘরে গ্যাস টেবলেট খায়। মুমূর্ষু অবস্থায় তাকে তার পরিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রায় সময় পারিবারিক ঝগড়া কাচাল লেগেই থাকতো, তারই জেরে বিষ পানে আত্নহত্যা করেছে ধারনা এলাকাবাসীর। মৃত জুলেখার স্বামী আমিরুল বাড়ী থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছে। মৃত জুলেখার মা বলেন, “ওগে বা মোর ছুয়াডা বিষ খায়নি, মোর ছুয়াডাক মারেহেনে বিষ খিলায় দিছে গে”।
আখানগর ইউ পি চেয়ারম্যান নুরুল হক বলেন, আমিরুল উনাকে বিয়ে করার পর আরেকটা বিয়ে করেছে এদের স্বামী স্ত্রীর মধ্যে গোন্ডোগোল হওয়াতে সে গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিয়া সুলতানা ও রুহিয়া থানা পুলিশ।
রুহিয়া থানার এস আই শফিক হোসেন (উক্ত মামলার তদন্তকারী আইও) জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত জুলেখা বেগমের পরিবারের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছিল।