রাজনীতিবিদ আক্তার হোসেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শ্রমিক লীগ কোতয়ালী থানার সাধারণ সম্পাদক, সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য , বাংলাদেশ আওয়ামী বাস্তুহারালীগ কেন্দ্রীয় কমিটির আন্তজাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের যুগ্ন সম্পাদক ও চট্টগ্রামের তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির আজীবন সদস্য রাজনীতিবিদ আক্তার হোসেন
সমাজিক_পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম জেলা ও মহানগর
সমন্বয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি সংস্থাটির চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া,
নুরু হাকিম মহাসচিব
উপদেষ্টা মণ্ডলী সম্মানিত সদস্য
বিচারপতি হাবিবুর রহমান খাঁন,
এড,মুজিবুল হক চুন্নু এম,পি
সৈয়দ আবু হোসেন বাবলা এম,পি ,
সাবেক সচিব এ,জেট এম,শামসুল আলম, সাবেক সচিব
মোঃ সিরাজুল ইসলাম, সাবেক বিচারপতি মোঃ লুৎফুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন ” প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার সুনিশ্চিত করা আমাদের সংস্থার অন্যতম এজেন্ডা । সাধারণ সম্পাদক এর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য শতভাগ নিষ্ঠার সাথে কাজ করে যাব । ”
রাজনীতিবিদ আক্তার হোসেন ” সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ” চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন ।