শনিবার-২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬০

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫২
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৬০

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২ ‘শ ৮২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯ ‘শ ৫৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩৭ হাজার ২ ‘শ ৪৭ জন।

আজ ১৬ জুন (বুধবার) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬ ‘শ ৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭ ‘শ ৫২ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ৮ ‘শ ৭ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

গত ১৫ জুন (মঙ্গলবার) দেশে করোনায় ৫০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৩ হাজার ৩ ‘শ ১৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype