শনিবার-২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষ, দু’জন আহত

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষ, দু’জন আহত

নিজস্ব প্রতিবেদক : সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে। এতে দুজন আহত হয়েছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর চকবাজার এলাকায় দু’পক্ষের

পাল্টাপাল্টি অবস্থান করতে দেখা গেছে। এই ঘটনায় কলেজের হোস্টেল গেট সিলগালা করে দেয়া গেছে।

আহতরা হলেন- আব্দুল্লাহ আল সাইমন (২৩) ও কাজী মো. আব্দুল মালেক রুমি (২১)।

১৬ জুন (বুধবার) দুপুর সাড়ে ১২টায় কলেজের পাশে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক।

তিনি বলেন, ‘চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।’

এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের

দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype