রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হলিউড তারকা লেডি গাগার মন্তব্য ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেম নিয়ে

হলিউড তারকা লেডি গাগার মন্তব্য ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেম নিয়ে

আন্তর্জাতিক বিনোদন ডেস্ক : ব্র্যাডলি কুপার এবং লেডি গাগার বছর তিন আগে ‘এ স্টার ইজ বর্ন’ সিনেমায় একসাথে কাজ করার সুযোগ হয়েছিলো তাদের। সেখান থেকেই সখ্যতা গড়ে উঠে তাঁদের। দুই সংগীতশিল্পীর অসাধারণ অভিনয় খুব তাড়াতাড়ি মন জয় করে নেয় দর্শকের।

এর দিন কয়েক পরই নতুন গুঞ্জন নিয়ে হাজির হন এই দুই তারকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যম তাদের খবরে প্রকাশ করে, বন্ধুত্ব থেকে প্রেমের দিকে ধাবিত হয়েছেন কুপার ও গাগা।

গুঞ্জনের শুরু কুপার এবং গাগাকে একসঙ্গে শপিংমলে দেখার পর থেকেই। লেডি গাগা দুই বছর আগে একটি অনুষ্ঠানে অপেরাহ উইনফ্রের সাথে কথোপকথনের সময় জানান, ‘গুঞ্জনটি তোলার জন্য আমি প্রেসকে খুব নির্বোধ মনে করছি।

আমরা একটি প্রেমের গল্প করেছি। অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে অবশ্যই আমরা চেয়েছিলাম লোকেরা বিশ্বাস করুক যে আমরা প্রেমে পড়েছি।

আমরা চেয়েছিলাম ক্যামেরার লেন্সের সামনে নিজেদের সেরাটা উপহার দিতে এবং আমরা এর জন্য কঠোর পরিশ্রম করেছি।’

প্রসঙ্গত গুজবটির কারণে কুপারের দীর্ঘকালীন বান্ধবী ইরিনা শাইকের সাথে তার সম্পর্কের অবসান ঘটে। এ পপ তারকাকে পরবর্তীতে ড্যান হর্টন নামের একটি অডিও ইঞ্জিনিয়ারের সাথে দেখা যায়। তারপর লেডি গাগার সঙ্গে প্রেমের গুঞ্জনের অবসান হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype