সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ওমর ফারুক(রা.)’র স্মরণে ফাতেহা ও পরদোষ পরিহারে নিজ দোষ ধ‍্যানে সেমিনার

ওমর ফারুক(রা.)’র স্মরণে ফাতেহা ও পরদোষ পরিহারে নিজ দোষ ধ‍্যানে সেমিনার

রাউজান প্রতিনিধি : ত্রৈমাসিক প্রকাশনা সূফীকথার উদ‍্যোগে আমিরুল মুমেনিন ফারুকে আজম হযরত ওমর বিন খাত্তাব(রা:)’র স্মরণে ফাতেহা শরীফ ও পরদোষ পরিহারে, নিজদোষ ধ‍্যানে শীর্ষক সেমিনার

১১জুন (শুক্রবার) বাদে মাগরিব হতে বোয়ালখালী প্রেস ক্লাবের কার্যকরী সদস‍্য সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারীর সভাপতিত্বে ও কলামিস্ট ডা: সুপণ বিশ্বাসের সঞ্চালনায় রাউজানের নোয়াপাড়া ইউনিয়নস্থ কচুখাইন গ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মুফতি মৌলানা সালে সূফীয়ান ফরহাদাবাদী। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে জলিলিয়া রহমানিয়ার সভাপতি শাহাজাদা সৈয়দ মোহাম্মদ সরোয়ার আজম।

এতে অতিথি ও অন‍্যান‍্যদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাসক মুফতি মৌলানা তোহা হুসাইন আল কাদেরী, শাহজাদা মো. সালেহ আহম্মদ, সমাজ সেবক মৌলানা নূর আহম্মদ মাইজভাণ্ডারী,

মো. আবু তালেব, লেখক ও সংগঠক নূর মোহাম্মদ, রাউজান প্রতিনিধি অঞ্জন দাশ, মো:রাসেল, মো. হৃদয়, সমাজ সেবক মফিজ উদ্দিন,

জহির উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, মো. নাঈম উদ্দিন, মো. খায়েজ আহম্মদ নাছির, মো. লোকমান হোসেন, মো:জোবায়েদ ও নুরুল আলম ইয়াছিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype