শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা হলিউড তারকার সবচেয়ে প্রিয়

আন্তর্জাতিক বিনোদন ডেস্ক : নতুন করে বলার কিছু নেই বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে। দুর্দান্ত অভিনয় এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে পুরো দুনিয়ায় জনপ্রিয় তিনি। তার ভক্ত অনুরাগীর তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন মিডিয়ার অনেক ব্যক্তিত্বও।

বলিউড বাদশার জীবনে এটাই অন্যতম বড় প্রাপ্তি। সম্প্রতি শাহরুখ খানের সিনেমা নিয়ে মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন হলিউড অভিনেতা, টম হিডলস্টন।

টম মার্ভেলের ‘লোকি’ সিনেমায় সহকারী-ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় টম জানান, ‘আমার এখনো মনে আছে এটা অনেক আগের কথা। আমি যখন শাহরুখ খানের দেবদাস দেখতে গিয়েছিলাম।

আমাদের দেশের একটি লোকাল হলে সিনেমাটির প্রচার করা হচ্ছিল। অনেক দর্শক দেখে আমিও গিয়েছিলাম। এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছি সিনেমাটি দেখে।

আমি আমার জীবনে এত সুন্দর সিনেমা দেখিনি। সিনেমাটিতে শাহরুখের ডায়লগ থেকে শুরু করে সকল কিছু আমাকে মুগ্ধ করেছে। আমার দেখা জীবনের সবথেকে সেরা সিনেমার তালিকায় দেবদাস তাই প্রথমে।’

বিদেশি জনপ্রিয় অভিনেতার এ প্রশংসা ভাইরাল হয়েছে শাহরুখ ভক্তদের মধ্যে। তবে এ নিয়ে এখনো শাহরুখ কোনো মন্তব্য করেননি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype