
অনলাইন ডেস্ক
আজ ১৩ জুন (রবিবার) বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফ্লাইটে বেইজিং থেকে ঢাকায় আসছে, চীনের উপহারের দ্বিতীয় দফায় সিনোফার্মের ছয় লাখ টিকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে গত ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানান। এর আগে গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়।
সরকার বিভিন্ন দেশ থেকে টিকা আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ।