রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

 পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু রামগড়ে

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা:
খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১০ জুন (বৃহঃবার) সন্ধ্যা ৭টার সময় রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, ফেনীর কুল এলাকার প্রবাসী আবু তাহেরের ছেলে জুনায়েদ হোসেন (৪) ও আবু তৈয়বের মেয়ে মাহিয়া বিন্তে মিফতা (৫) । তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহতের পিতা আবু তৈয়ব জানান, দুই শিশু বিকালে খেলতে গিয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলে সন্ধ্যার সময় পুকুরের পানিতে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। রামগড় থানা ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর এ প্রতিনিধিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype