মানিকছড়ি প্রতিনিধি : মানিকছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে আইনশৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
১০ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২টায় থানা হল রুমে নবাগত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পুলিশিং কমিটির সভাপতি এম.এ. রাজ্জাক,
সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম,
ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. শফিকুর রহমান ফারুক, মো. শহীদুল ইসলঅম মোহন, ক্যয়জরী মহাজন ও প্যানেল চেয়ারম্যান মো. বাহার মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু,
মানিকছড়ি প্রেসক্লাব ও গ্র্যাজুয়েট ফোরাম সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়,ইউপি সদস্য মো. আবদুল মতিন প্রমূখ।
ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম বলেন, মানুষের জীবনের নিরাপত্তায় আইনশৃংখলার উন্নয়নের বিকল্প নেই।
তাই রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনদের মতামত ও পরামর্শ নিয়ে উপজেলাবাসীর শান্তি-শৃংখলায় আত্মনিয়োগ করতে চাই। ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য নিয়ে কাজ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনসহ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার পুলিশ বান্ধব সরকার,তাই পুলিশকে আরো জনবান্ধব করতে নানা পরিকল্পনা নিয়ে পুলিশ বাহিনীকে আধুনিকায়ণে কাজ করছে সরকার।
তাই পুলিশকে আইনশৃংখলা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে মাদক সেবন ও ব্যবসায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে অতীতের ন্যায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন’রা সর্বাত্মক সহযোগিতা করবে।