শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

৫০০ জন চলচ্চিত্র শিল্পীদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক
শিল্পীদের দুঃসময়ে সবসময় পাশে দাঁড়িয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার চলচ্চিত্রের ৫০০ জন শিল্পীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। আজ ৫জুন (শনিবার) চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এই উপহার সামগ্রী শিল্পীদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জায়েদ খান জানান, ‘করোনাকালীন মানুষের জীবন প্রায় দুর্বিসহ। আমাদের সিনেমার কার্যক্রম বন্ধপ্রায়। ঠিক এই সময় আমরা উপহার পেলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই মাননীয় ত্রাণ মন্ত্রীকে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বিভিন্ন সময় শিল্পীদের সংকটে এবং অনেক শিল্পীর চিকিৎসা ও আর্থিক সংকটে অর্থ সহায়তা করেছেন । এবার করোনাকালীন ৫০০ জন অসচ্ছল শিল্পীদের জন্য উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype