
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ৫ ম্যাচে ৫ জয় নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখলো ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি যে সহজ হবে না তা ইকুয়েডরের বর্তমান পারফরম্যান্স থেকে আগেই অনুমান করা হচ্ছিলো। তবে সেই কাজ আরো কঠিন হয়ে যায় ব্রাজিলের ফরোয়ার্ডদের একের পর এক মিসের কারণে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ব্রাজিল আক্রমনের হার বাড়িয়ে দেয় এবং এর ফলস্বরূপ ম্যাচের ৬৭ মিনিটে নেইমারের পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন রিচার্লিসন। লিড পাওয়ার পর ব্রাজিল আরো গোছানো আক্রমণ করলেও গ্যাব্রিয়েলের সহজ মিসের কারণে আসছিলো না গোল। ম্যাচের শেষ মূহুর্তে ব্রাজিল পেনাল্টি পেলে নেইমারের শট প্রথমে দেন গোলকিপার, তবে কিক নেয়ার আগেই গোলকিপার গোললাইন থেকে বেড়িয়ে আসার কারণে পুনরায় পেনাল্টি নেয়া হয় এবং সেখান থেকে কোনো ভুল না করে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন নেইমার জুনিয়র। এটি ব্রাজিলের জার্সিতে নেইমারের ৬৫ তম গোল। আজকের ম্যাচে দীর্ঘদিন পরে দলে ডাক পাওয়া পাকুয়েতা আলো ছড়ালেও হতাশ করেছেন গ্যাব্রিয়েল, ফ্রেড, সান্দ্রোদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ব্রাজিলের পরবর্তী ম্যাচ ৯ জুন যেখানে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৬ টা ৩০ মিনিটে।