বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫২
চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১ 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ ‘শ ১১ জন।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ ‘শ ২৬ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭ ‘শ ৫৩ জনে।

৩ জুন (বৃহস্পতিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বুধবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৮ ‘শ ৪৪ নমুনা পরীক্ষায় ১ ‘শ ১১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৭৪ জন ও উপজেলার ৩৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৬ জন,

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ছয়জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে শেভরণ হাসপাতাল ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১১ জন,

মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype