
আন্তর্জাতিক ক্রিড়া ডেস্ক : আজ আইসিসির বোর্ড সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এই অবস্থায় বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মহাযজ্ঞ আয়োজন করা সম্ভব কি না তা নিয়ে রয়েছে সংশয়।
বিশ্বকাপের জন্য ভারতের নয়টি মাঠ নির্বাচিত করে রেখেছে বিসিসিআই। ফাইনালের জন্য আগে থেকেই নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
এ ছাড়া মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্মৌতে বিশ্বকাপের ভেন্যু নির্বাচিত করা হয়েছে। তবে বাধ সাধল ফের করোনা। বর্তমান পরিস্থিতি বিশ্বকাপের ভবিষৎ এখনও ধোঁয়াশায়।
ভারতে টুর্নামেন্ট আয়োজন না করা গেলে ব্যাকআপ হিসেবে রয়েছে পূর্ব নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত। তবে মরুর শহরে বিশ্বকাপ আয়োজিত হলেও তার স্বত্ব থাকবে ভারতীয় বোর্ডের দখলেই।