
আন্তর্জাতিক ডেস্ক : কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত রোধে পুনরায় সীমানা চালু করতে তাড়াহুড়ো করবে না, বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও কানাডার বেশিরভাগ এলাকায় করোনা রোগীর সংখ্যা হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে।
এদিকে হোয়াইট হাউস গত সপ্তাহে বলেছে, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমানা কখন বা কিভাবে পুনরায় চালু করা যায় তার সিদ্ধান্ত এখনো আসেনি। তবে তারা বিষয়টি নিয়ে তৎপর রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত খোলা প্রসঙ্গে ৩১ মে (সোমবার) জাস্টিন ট্রুডো বলেন, ‘অনেকে সীমান্ত পুনরায় খুলতে আগ্রহী হওয়ার পরেও যেকোনো বিধিনিষেধকে সতর্কতার সঙ্গে সহজতর করা এবং কানাডিয়ানদের সুরক্ষার কথা মাথায় রাখা দরকার।’