
মানিকছড়ি প্রতিনিধি : মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
৩০ মে (রবিবার) দুপুর ১২টায় খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।
পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় ও বাটনাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,
সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, এম.এ জব্বার, আশুতোষ চাকমা, শাহিনা আক্তার, জেলা আ.লীগ সভানেত্রী ক্রইসানু চৌধুরী, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইএনও তামান্না মাহমুদ, ওসি মো. শাহনূর আলম।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, ম্রাগ্য মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যন মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, ইউপি চেয়ারম্যান, শফিকুর রহমান ফারুক,
শহিদুল ইসলাম মোহন, আবুল কালাম আজাদ, ক্যজরী মহাজন, উপজেলা যুবলীগ সভাপতি সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।