রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

২৫ হাজার ছাড়ালো কানাডায় করোনায় মৃত্যুর সংখ্যা


অনলাইন ডেস্ক
কানাডায় করোনায় ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়ালো। গত বছর মার্চ মাসে সর্বপ্রথম ব্রিটিশ কলম্বিয়ায় করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে এখন ২৫ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৭৪ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ৪৭৮ জন এবং সংক্রমণের পর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ১৩ হাজার ৪৪৮ জন।

কানাডায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শনাক্ত হচ্ছে, তবে তা আগের তুলনায় এখন কম। কানাডায় গত বছরের মার্চ মাসে সর্বপ্রথম বৃটিশ কলম্বিয়ায় করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে এ পর্যন্ত গত এক বছরে ২৫ হাজার ৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মূত্যবরণ করেছেন।

এদিকে, কানাডা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ভ্যাকসিনের কোনো ঘাটতি যেন না পড়ে সেজন্য কয়েক কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছে। চুক্তি হয়েছে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে। এজন্য ভ্যাকসিন উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষে কয়েক কোটি ডোজ সংরক্ষিত রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ডা. থেরেসা ট্যাম বলেন, কানাডায় কোভিড -১৯ সংক্রমণের হার কমতির রয়েছে বলে মনে হচ্ছে এবং নতুন সংক্রমণের সংখ্যাও কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে জনস্বাস্থ্য নিষেধাজ্ঞাগুলি সহজ করার এখনও সময় আসেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype