রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সৌদি আরব ১১ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো


অনলাইন ডেস্ক
১১ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে সংক্রমণ রোধে বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব। তবে ধীরে ধীরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ১১টি দেশের ওপর থেকে বিধি নিষেধ তুলে নিলো উপসাগরীয় দেশটি। শনিবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যে ১১টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান।

সিদ্ধান্ত মোতাবেক রবিবার থেকেই দেশগুলো থেকে আগত পর্যটকরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে অবশ্যই কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিপোর্ট করেছে বার্তা সংস্থা এসপিএ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype