
নিজস্ব প্রতিবেদক : ইতিহাস ৭১ টিভি’র প্রথম বর্ষপূতি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আগামীকাল ২৩ মে (রবিবার) ইতিহাস ৭১ টিভি’র কার্যালয়ে বিকেল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইতিহাস ৭১ টিভি’র প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতার সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধান আলোচক থাকবেন দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোহাম্মদ কামাল পারভেজ।
বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার সদস্য ও করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী,
চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. সহিদুল ইসলাম সহিদ, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য বিশিষ্ট শিশু সাহিত্যিক বিপুল বড়ুয়া ও
আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাটহাজারির পরিচালক (অডিট) মো. জয়নাল আবেদীন। এতে আরো উপস্থিত থাকবেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ ইতিহাস ৭১ টিভি’র জেলা উপজেলার প্রতিনিধিবৃন্দ।