
অনলাইন ডেস্ক
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দশক: বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক দুই দিনের তথ্যচিত্র প্রদর্শনী শেষ হলো।
আওয়ামী লীগের তথ্যচিত্র প্রদর্শনীর শেষ দিন মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নেতৃত্বের চার দশক পূর্তি উপলক্ষে তথ্যচিত্রের প্রশংসা করেন।
প্রদর্শনী পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
উপস্থিত নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গের কাছে তথ্যচিত্র বিশ্লেষণ করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। এ ছাড়া শেষ দিনে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।