সোমবার-২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চলছে ক্রিকেটারদের কোভিট-টেস্ট

ক্রিড়া ডেস্ক : এখনো রয়েছে ঈদের আমেজ আর ছুটি ফুরোনোর আগেই শুরু হয়ে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের আনুষাঙ্গিক প্রস্তুতি।

গতকাল ১৫ মে বিকেলে ঢাকায় পৌঁছেছেন টিভি সম্প্রচারের ক্রু‘রা।

জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ টিভিতে সম্প্রচারের কাজ করা বহরটিই এসেছে এবার ঢাকায়।

তারা সরাসরি জিম্বাবুয়ে থেকে দুবাই হয়ে রাজধানীতে এসে পৌঁছেছেন।

আর আজ (রোববার) সকাল সকাল ঢাকায় পা রেখেছে টিম শ্রীলঙ্কা।

এখন সোনারগাঁও প্যান প্যাসিফিকে কোয়ারেন্টাইনে আছে তারা।

এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের হোটেলে বায়ো-বাবলে ঢোকার সময়ও ঘনিয়ে এলো।

সব কিছু ঠিক থাকলে আগামীকাল ১৭ মে (সোমবার) বিকেল থেকে সন্ধ্যার পরই জৈব সুরক্ষা বলয়ে চলে যাবে টাইগাররা।

তার আগে দু’দফা কোভিড টেস্ট হবে তাদের। যার প্রথম ভাগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে জানিয়েছেন,

টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে ক্রিকেটার, কোচ,

সাপোর্টিং স্টাফদের দুই দফা কোভিড টেস্টের প্রথম ভাগ গতকাল (শনিবার) শুরু হয়েছে,

আজ বাকি অংশ শেষ হবে। আর কাল সোমবার সবার আরেক দফা করোনার নমুনা নেয়া হবে।

দুই দফা কোভিড টেস্ট এবং গতকাল ও আজ নমুনা নেয়ার বিষয়টি পরিষ্কার করে দেবাশীষ চৌধুরী জাগো

নিউজকে জানান, ‘ওয়ানডে সিরিজে ডাক পাওয়া জাতীয় দলের ২০ ক্রিকেটারের সবাই ঢাকায় ছিলেন না।

এখনও সবাই নেই। কেউ কেউ রাজধানীর বাইরে ভিন্ন ভিন্ন জেলা, বিভাগীয় শহর ও মফস্বলে নিজ নিজ

বাড়িতে পরিবার-পরিজনের সাথে ঈদ করতে গেছেন।’ ‘আর একটা অংশ ঢাকাতেই ছিলেন।

আমরা ওই দুই অংশ কোভিড টেস্ট দুই ভাগে নিয়েছি বা নিচ্ছি। যারা ঢাকায় ছিলেন বা আছেন,

তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে গতকাল শনিবারই।

আর যারা ঢাকার বাইরে থেকে ঈদের ছুটি কাটিয়ে এসেছেন বা আসছেন, তাদের কোভিড টেস্ট হচ্ছে আজ রোববার।

সোমবার ঢাকায় থাকা আর বাইরে থেকে ঈদ করে আসা সবার একসঙ্গে আবার টেস্ট করানো হবে।

টেস্টে নেগেটিভরা সরাসরি হোটেলের বায়ো-বাবলে ঢুকে পড়বেন’-যোগ করেন বিসিবির প্রধান চিকিৎসক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype